বীজ প্রত্যয়ন কার্যক্রম জোরদারকরণ প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থবছরের রিভিউ সেমিনার ০৩/১০/২০২১ খ্রি. তারিখে অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের সন্মানিত সিনিয়র সচিব কৃষিবিদ জনাব মো: মেসবাহুল ইসলাম মহোদয় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সিদ্ধান্ত জ্ঞাপন করলেও বিভাগীয় জরুরী প্রয়োজনে তিনি সেমিনারে উপস্থিত হতে পারেননি। সেমিনারে কৃষিবিদ জনাব আবদুর রাজ্জাক, পরিচালক, বীজ প্রত্যয়ন এজেন্সী মহোদয় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারে সদর দপ্তর, আঞ্চলিক ও জেলা কার্যালয়ের কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, বিএডিসি এবং বেসরকারি বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।